Popular PostZilla Info

যশোর কিসের জন্য বিখ্যাত | যশোরের বিখ্যাত নদীটির নাম কি

যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অঞ্চল। আর এটি খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা । যশোর জেলা কিসের জন্য বিখ্যাত এই বিষয়টি গুগলে অনেকেই সার্চ করে থাকেন। আপনাদের জানানোর উদ্দেশ্যে আজকের এই পোস্ট করা।

যশোর কিসের জন্য বিখ্যাত 

যশোর জেলা বিখ্যাত বলা হয়ে থাকে  খেজুর গুড়, খই, ও জামতলার মিষ্টি জন্য এছাড়াও  কলা ও খেজুর গুড়ের জন্য যশোর বিখ্যাত। তাছাড়া যশোর জেলা কি আপনি বাংলাদেশের ফুলের বাগান বলতে পারেন।

যশোরের বিখ্যাত নদীটির নাম কি?

যশোরের বিখ্যাত নদীর নাম কি আপনার যদি জানার কৌতুহল থাকে তাহলে এখনি জেনে নিন। যশোরের বিখ্যাত নদীর নাম কপোতাক্ষ নদ। এছাড়াও যশোরের বেশকিছু নদী রয়েছে আমি সেগুলির নাম নিচে তুলে ধরছি।

  1.  ইছামতী
  2.  কোদলা
  3.  হাকর
  4.  বেতনা অথবা বেত্রবতী
  5.  অথবা বেত্রাবতী
  6.  মুক্তেশ্বরী 
  7. কাজলা
  8. চিত্রা
  9. শ্রী
  10. টেকা 
  11. হরি
  12.  ভদ্রা
  13. ভৈরব নদ
  14.  হরিহর নদ
  15.  ও আতাই নদী
See also  মাদারীপুর জেলার ইউনিয়ন সমূহ | Madaripur Union list

আর যশোরের ভৈরব নদী সুন্দরবনের শিবসা নদীতে মিলিত হয়েছে।

যশোর জেলার দর্শনীয় স্থান

যশোর জেলার দর্শনীয় স্থান সমূহের নাম আমি নিচে দিয়ে দিচ্ছি। 

বেনাপোল স্থল বন্দর
চাঁচড়া জমিদার বাড়ি
গদখালি ফুলের বাগান
মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী
কালেক্টরেট পার্ক
ভাতভিটা
যশোর আইটি পার্ক
ইমাম বারা
মির্জানগর হাম্মামখানা
পুড়াখালী বাওড়
খড়িঞ্চা বাওড়
ফুলের হাট গদখালি
বুকভরা বাওড়

যশোরের এই দর্শনীয় স্থানগুলো সময় সুযোগ পেলে ঘুরে আসতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button