Popular PostZilla Info

বরিশাল কিসের জন্য বিখ্যাত – What is Barisal Famous For

বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত আজকের এই পোস্টে আমরা এই বিষয়টি জানব । বরিশাল হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান  বড় একটি শহর। বরিশাল জেলা বরিশাল বিভাগের অন্তর্গত। মোগল আমলে   কীর্তনখোলা নদীর তীরে স্থাপিত লবণচৌকি গিরদে বন্দর কে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে।

বরিশাল কিসের জন্য বিখ্যাত

 বরিশাল কিসের জন্য বিখ্যাত এই বিষয়টি অনেকেই জানতে চান।  মূলত বরিশাল জেলা চাল, নারকেল এবং আমড়া  জন্য বিখ্যাত। শস্য উৎপাদনের জন্য বরিশালকে শস্য ভান্ডার বলা হয়ে থাকে।

বরিশাল বিভাগের দর্শনীয় স্থান

বরিশাল বিভাগের দর্শনীয় স্থান গুলোর নাম আমি নিচে দিয়ে দিচ্ছি । আপনি চাইলে এই দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন।

বাংলাদেশের শস্যভাণ্ডার খ্যাত বরিশাল বিভাগ । বরিশাল বিভাগে  অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। বরিশালের দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হল-

  •  আদম আলী হাজীর গলি
  • এবাদুল্লাহ মসজিদ
  •  লন্টা বাবুর দিঘী (লাকুটিয়া)
  • গুটিয়া মসজিদ
  •  বিবির পুকুর পাড়
  •  শের-ই-বাংলা জাদুঘর
  • মাহিলারা মঠ
  • সংগ্রাম কেল্লা
  • শরিফলের দুর্গ
  • দুর্গাসাগর দিঘী
  •  মুকুন্দ দাসের কালিবাড়ী
  •  অশ্বনীকুমার টাউনহল
  • জমিদার বাড়ি (মাধবপাশা)
See also  জামালপুর কিসের জন্য বিখ্যাত

বরিশাল বিভাগের জেলা সমূহ

বরিশাল বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি । নিচে আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।

বরিশাল বিভাগে মোট কয়টি জেলা রয়েছে। জেলাগুলো হচ্ছে:

  1. বরিশাল
  2. বরগুনা
  3. ভোলা
  4. ঝালকাঠি
  5. পটুয়াখালী 
  6. পিরোজপুর

বরিশাল বিভাগের জনসংখ্যা কত

বরিশাল বিভাগের মোট জনসংখ্যা কত প্রশ্নটির উত্তর হচ্ছে ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল বিভাগের মোট জনসংখ্যা হল ৩,২৮,২৭৮ জন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button