Zilla Info

জামালপুর কিসের জন্য বিখ্যাত

আজকে আমরা জানবো জামালপুর কেন এত বিখ্যাত? জামালপুর কথা শুনলে মনে প্রশ্ন জাগে, জামালপুরের মধ্যে এমন কি আছে? যার জন্য এটাে এত বিখ্যাত হয়ে উঠেছে ।আমরা এখন এটি জেনে নিব যে জামালপুর কেন এত বিখ্যাত?

জামালপুর জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত মোট ৭টি উপজেলা নিয়ে। জামালপুর জেলাটি বাংলাদেশের মধ্যাঞ্চলে ময়মনসিংহ বিভাগের একটি অঞ্চল।

জামালপুর জেলাটি আয়তনে প্রায় ২০৩১.৯৮ বর্গ কিমি। এ জেলাটির পশ্চিমে রয়েছে যমুনা নদী, নদীর তীরবর্তী জেলাগুলো: বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলা। পূর্বে অবস্থিত শেরপুর জেলা ও ময়মনসিংহ জেল।দক্ষিনে অবস্থিত টাঙ্গাইল জেলা এবং উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য ও গারো পাহাড়ে বিস্তৃত তারপর কুড়িগ্রাম জেলা।

জামালপুর কিসের জন্য বিখ্যাত

 আমরা এখন জানবো জামালপুর কেন এত বিখ্যাত জামালপুর ছানার পায়েস দোকানের ছানা আরো বিভিন্ন কারণে এটি বিখ্যাত স্থানগুলোর মধ্যে জামালপুর বিখ্যাত হয়ে উঠেছে সেগুলো তুলে ধরবো আপনার সামনে?

জামালপুরের কয়েকটি বিখ্যাত স্থান:

  • হযরত শাহ জামাল (রহ.) মাজার
  • হযরত শাহ কামাল (রহ.) মাজার
  • মালঞ্চ মসজিদ
  • পাঁচ গম্বুজবিশিষ্ট রসপাল জামে মসজিদ
  • দয়াময়ী মন্দির
  • নরপাড়া দুর্গ
  • লাউচাপড়া পিকনিক স্পট
  • মুক্তিযুদ্ধে জামালপুর ১১ নং সেক্টর
  • মধুটিলা ইকোপার্ক
  • গান্ধী আশ্রম
See also  চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত

 উপরের স্থান গুলোর জন্য জামালপুর বিখ্যাত হয়ে উঠেছে। আমাদের অজানা আরো অনেক স্থান রয়েছে। যেগুলো সম্পর্কে আমরা জানি না। এছাড়াও জামালপুর মধ্যে কিছু খাবার রয়েছে। জামালপুর জেলা বুড়ির দোকানের রসমালাই, ছানার পোলাও এবং ছানার পায়েসের জন্য বিখ্যাত। এছাড়া আরো অনেক খাবার রয়েছে সেগুলোর জন্য জামালপুর বিখ্যাত হয়ে উঠেছে।

প্রিয় পাঠক ধন্যবাদ জানাই আপনার অনুসন্ধানের  জন্য এবং আমাদের সাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কঙ্খিত অনুসন্ধান অনুযায়ী জামালপুর কিসের জন্য বিখ্যাত তা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে সক্ষম হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button