Technology

বাংলাদেশের মোবাইল কোড নাম্বার | Bangladesh Country Code

আমরা অনেকেই বাংলাদেশের মোবাইল ফোনের কোড নাম্বার জানি না। এজন্য আমরা গুগলে সার্চ করি যে বাংলাদেশের মোবাইল কোড নাম্বার কি? তাই আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশের মোবাইল কোড নাম্বার তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বাংলাদেশের মোবাইল কোড নাম্বার পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আমার পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন।

বাংলাদেশের মোবাইল কোড নাম্বার

আমরা যারা বাংলাদেশে বসবাস করি। আমাদের প্রায় সবারই হাতে মোবাইল রয়েছে। সেই মোবাইলে একটি বা দুটি করে সিম আছে । আমরা যে সকল সিম গুলো ব্যবহার করি। আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পারবো আমাদের মোবাইল নাম্বারের পূর্বে +880 দিয়ে শুরু হয় । মূলত এইটাই হলো বাংলাদেশের মোবাইল কোড নাম্বার  +880।

বাংলাদেশের মোবাইল কোড নাম্বার কত এটি লিখে গুগলে অনেক এ সার্চ করে থাকি। এর সহজ উত্তর হলো বাংলাদেশের মোবাইল কোড নাম্বার হলো  +880।

উপরের এই পোস্ট থেকে বাংলাদেশের মোবাইল কোড নাম্বার জানতে পারবেন। আপনারা যদি আমার পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ে থাকেন আশা করি, আপনাদের কাজে আসবে। এছাড়াও প্রয়োজনে বাংলাদেশের মোবাইল কোড নাম্বার নিজের সংগ্রহে রাখবেন। বলা যায় না কখন কোন কাজে দরকার হতে পারে।

See also  কিয়াম প্রেসার কুকার প্রাইস ইন বাংলাদেশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button